Swarm of Bees Attack Vistara Plane At Kolkata Airport: মৌমাছির দলকে ছত্রভঙ্গ করতে আনা হল জলকামান
1 просмотров
01.12.2020
00:02:00
Описание
Swarm of Bees Attack Vistara Plane At Kolkata Airport In Bengali: আবহাওয়া ছিল স্বচ্ছ, ছিল না কোনও যান্ত্রিক ত্রুটি এবং কেবিন ক্রু থেকে এয়ারক্রাফ্টের সকল সদস্যই সময়ে এসে পৌঁছেছিলেন কলকাতা বিমানবন্দরে! তবু আকাশে উড়তে বেশ দেরি হয় ভিস্তারা এয়ারলাইন্সের দু\'টি বিমানের, যাদের গন্তব্য ছিল আন্দামান-নিকোবর এবং দিল্লি। সৌজন্যে মৌমাছির চাক, ককপিটের পিছনে দু\'টি জানলা জুড়ে আরামে বসেছিল মৌমাছিরা বাসা বেঁধে। হাজার চেষ্টা করেও বিমানবন্দরের কর্মীরা বিমানের জানলা থেকে সেই মৌমাছির চাক ভাঙতে না পারায় ডাক পড়ে দমকলকর্মীদের।জলকামান দিয়ে মুহূর্তের মধ্যে বিমানে মৌমাছিদের বাসা ভেঙে দেওয়া হয় এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে তাতে জীবানুনাশক স্প্রেও করা হয়। #VistaraPlane #KolkataAirport #LatestLYBangla
Комментарии